গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়

Ganobhaban Govt. High School

গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়

Ganobhaban Govt. High School

প্রতিষ্ঠানের ইতিহাস

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। ১৯৮০ সালের পহেলা মার্চ এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বর্তমানে এটি ২ (দুই) একর জমির উপর এইচ (ঐ) প্যাটার্নে নির্মিত ৩ (তিন) তলা বিশিষ্ট একটি ভবন। প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে বিদ্যালয়ের সুবিশাল মাঠ, নানা প্রজাতির গাছ-গাছালি, নান্দনিক সৌন্দর্য বর্ধনে সুসজ্জিত ফুলের বাগান। বিদ্যালয়ের মূল ভবনের নিচতলায় মূলত প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। নিচতলার ডান পাশে রয়েছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দের কক্ষ। বাম পাশে রয়েছে অফিস কক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ, আইসোলেশন কক্ষ, কম্পিউটার কক্ষ, সততা স্টোর, খেলাধূলার সরঞ্জাম সংরক্ষণ কক্ষ। তাছাড়া সম্মুখ বরাবর শিক্ষক মিলনায়তন কক্ষ। নামাজ কক্ষ ও শ্রেণিকক্ষ। ২য় তলায় মোট ১২টি কক্ষ রয়েছে। তার মধ্যে ১টি কক্ষে রয়েছে বিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরি, ১টি কক্ষে সেসিপ কর্তৃক নির্মিত আইসিটি লার্নিং সেন্টার, ২টি কক্ষে আধুনিক ও মানসম্মত বিজ্ঞানাগার ও অন্যান্য কক্ষে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। ৩য় তলায় ১৩টি কক্ষ রয়েছে যার প্রতিটিই শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষাকে আধুনিক, মানসম্মত ও গ্রহনযোগ্য করার লক্ষ্যে ৬টি রুমে মাল্টিমিডিয়া ক্লাস রুমের ব্যবস্থা রয়েছে। প্রতিটি শ্রেণি কক্ষে পর্যাপ্ত আলো বাতাস ও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা রয়েছে এবং প্রতি তলায় ছেলেমেয়েদের জন্য সুপেয় খাবার পানির ব্যবস্থা আছে। তাছাড়া প্রতিতলায়-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা ও মনিটরিং এর লক্ষ্যে প্রশাসনিক ও একাডেমিক কক্ষ সহ সম্পূর্ণ বিদ্যালয়ে সি সি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং মানসম্মত পাঠদানের লক্ষ্যে বিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশন ও উন্নত মানের সাউন্ড সিস্টেম রয়েছে। উল্লেখ্য যে, “৩২০ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঢাকা মেট্রো হতে ১টি ০৬ (ছয়) তলা ভিত বিশিষ্ট ০৬ (ছয়) তলা একাডেমিক ভবন নির্মাণধীন রয়েছে। সর্বোপরি বিদ্যালয়ের শিখন বান্ধব পরিবেশে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পাদন করা হয়। প্রত্যাশা রাখি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সদাচরণের মাধ্যমে উন্নত মানস গঠন ও চিন্তা-চেতনায় সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে সচেষ্ট থাকবে।