গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়

Ganobhaban Govt. High School

গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়

Ganobhaban Govt. High School

নোটিশ বোর্ড

Notice Head : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিবরণ।

Description : জাতীয় গ্রন্থাগার ভবন, আগারগাঁও, ঢাকা। নির্দিষ্ট ফর্মের মাধ্যমে ১১-০৮-২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রতিযোগিতার সময় ১৪-০৮-২০২২ তারিখ সকাল ১০টা গ্রন্থাগার ভবনে। বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ **************** জাতীয় যাদুঘর, শাহবাগ, ঢাকা। অনলাইনে অথবা সরাসরি ১০৩ নং কক্ষে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতার সময় ১৩-০৮-২০২২ তারিখ সকাল ১০টা জাতীয় যাদুঘর প্রাঙ্গনে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিষয়: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ **************** বাংলাদেশ শিশু একাডেমি। বাড়ী ৫, রোড ৪, ব্লক এ, মিরপুর ১১, ঢাকা। প্রতিযোগিতার সময় ১৪-০৮-২০২২ তারিখ বিকাল ৪টা শিশু একাডেমি ভবনে। -:গ্রুপ ও বিষয়:- ১ম থেকে ৩য় (ক) ইচ্ছেমত ৪র্থ থেকে ৬ষ্ঠ (খ) বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ৭ম থেকে ১০ম (গ) বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ১ম থেকে ১০ম বিষয় উন্মুক্ত **************** বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এফ ৫, আগারগাঁও, ঢাকা। প্রতিযোগিতার সময় ১৫-০৮-২০২২ তারিখ সকাল ১০টা ফিল্ম আর্কাইভ ভবনে। -:গ্রুপ ও বিষয়:- ১ম থেকে ৩য় (ক) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ৪র্থ থেকে ৭ম (খ) বঙ্গবন্ধুর প্রতিকৃতি ৮ম থেকে ১০ম (গ) বঙ্গবন্ধুর ও বাংলাদেশ একই দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। **************** গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহবাগ, ঢাকা। প্রতিযোগিতার সময় ১৫-০৮-২০২২ তারিখ বেলা ১২টা ইন্টারকন্টিনেন্টাল (শেরাটন) হোটেলের নীচ তলা বল রুমে। অনুর্ধ ৭ (ক) উন্মুক্ত ৭ থেকে ১২ (খ) শোকাবহ আগষ্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (গ) উন্মুক্ত **************** বিদ্র: শিক্ষার্থীরা প্রত্যেকে অবশ্যই সাথে করে আইডি কার্ড ও আইডি কার্ডে ও জন্ম সণদের ফটোকপি নিয়ে যাবে। কাগজ বাদে সকল উপকরণ সাথে করে নিয়ে যাবে। সচল মোবাইল নম্বর লিখে দিবে।