
গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়
Ganobhaban Govt. High School


গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়
Ganobhaban Govt. High School
গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়
Ganobhaban Govt. High School
গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়
Ganobhaban Govt. High School
Notice Head : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিবরণ।
Description : জাতীয় গ্রন্থাগার ভবন, আগারগাঁও, ঢাকা। নির্দিষ্ট ফর্মের মাধ্যমে ১১-০৮-২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রতিযোগিতার সময় ১৪-০৮-২০২২ তারিখ সকাল ১০টা গ্রন্থাগার ভবনে। বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ **************** জাতীয় যাদুঘর, শাহবাগ, ঢাকা। অনলাইনে অথবা সরাসরি ১০৩ নং কক্ষে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতার সময় ১৩-০৮-২০২২ তারিখ সকাল ১০টা জাতীয় যাদুঘর প্রাঙ্গনে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিষয়: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ **************** বাংলাদেশ শিশু একাডেমি। বাড়ী ৫, রোড ৪, ব্লক এ, মিরপুর ১১, ঢাকা। প্রতিযোগিতার সময় ১৪-০৮-২০২২ তারিখ বিকাল ৪টা শিশু একাডেমি ভবনে। -:গ্রুপ ও বিষয়:- ১ম থেকে ৩য় (ক) ইচ্ছেমত ৪র্থ থেকে ৬ষ্ঠ (খ) বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ৭ম থেকে ১০ম (গ) বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ১ম থেকে ১০ম বিষয় উন্মুক্ত **************** বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এফ ৫, আগারগাঁও, ঢাকা। প্রতিযোগিতার সময় ১৫-০৮-২০২২ তারিখ সকাল ১০টা ফিল্ম আর্কাইভ ভবনে। -:গ্রুপ ও বিষয়:- ১ম থেকে ৩য় (ক) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ৪র্থ থেকে ৭ম (খ) বঙ্গবন্ধুর প্রতিকৃতি ৮ম থেকে ১০ম (গ) বঙ্গবন্ধুর ও বাংলাদেশ একই দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। **************** গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহবাগ, ঢাকা। প্রতিযোগিতার সময় ১৫-০৮-২০২২ তারিখ বেলা ১২টা ইন্টারকন্টিনেন্টাল (শেরাটন) হোটেলের নীচ তলা বল রুমে। অনুর্ধ ৭ (ক) উন্মুক্ত ৭ থেকে ১২ (খ) শোকাবহ আগষ্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (গ) উন্মুক্ত **************** বিদ্র: শিক্ষার্থীরা প্রত্যেকে অবশ্যই সাথে করে আইডি কার্ড ও আইডি কার্ডে ও জন্ম সণদের ফটোকপি নিয়ে যাবে। কাগজ বাদে সকল উপকরণ সাথে করে নিয়ে যাবে। সচল মোবাইল নম্বর লিখে দিবে।